Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি উন্নয়ন কর বিষয়ক তথ্যঃ

 

 

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের শাখা-৩ এর গত ৩০/০৫/১৯৯৫ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপন অনুসারে কৃষি ও অকৃষি জমির ভূমি উন্নয়ন করের হার নিম্নরূপঃ

 

জমির পরিমাণ

ভূমি উন্নয়ন করের হার

১। কৃষি জমির ভূমি উন্নয়ন করের হার

 

    (ক) ৮.২৫ একর

ভূমি উন্নয়ন কর দিতে হইবে না।

    (খ) ৫.২৫ একরের উর্দ্ধ বা ১০.০০ একর পর্যমত্ম

প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে।

    (গ) ১০.০০ একরের উর্দ্ধে

প্রতি শতাংশ ১.০০ টাকা হারে।

২। অকৃষি জমির ভূমি উন্নয়ন করের হার

 

 

ব্যবহার অনুসারে এলাকাভূক্ত প্রতি শতাংশ অকৃষি জমির পুনঃ নির্ধারিত করের হার।

শিল্প/বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমির করের হার

আবাসিক অথবা অন্য কাজে ব্যবহৃত জমির করের হার

(ক) ঢাকা জেলার কোতয়ালী, মীরপুর, মোঃ পুর, সূত্রাপুর, লালবাগ, সবুজবাগ (সাবেক মতিঝিল), ডেমরা, গুলশান, ক্যান্টনমেন্ট, উত্তরা (সাবেক গুলশান), টংগী, কেরানীগঞ্জ থানা এলাকা।

টাকা ১২৫.০০ (একশত পঁচিশ) টাকা প্রতি শতাংশ।

টাকা ২২.০০ (বাইশ) টাকা প্রতি শতাংশ।

(খ) নারায়ণগঞ্জ জেলার বন্দর, ফতুলস্না ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা।

(গ) গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা।

(ঘ) চট্টগ্রাম জেলার কোতয়ালী, পাঁচলাইশ, ডবলমুরিং, সীতাকুন্ড, বন্দর, হাটহাজারী, পাহাড়তলী ও রাঙ্গুনীয়া।

(ঙ) খুলনা জেলার কোতয়ালী, দৌলতপুর, দিঘলিয়া (সাবেক দৌলতপুর) ও ফুলতলা থানা এলাকা।

(চ) অন্য সকল জেলা সদরের পৌর এলাকা।

২২.০০

৭.০০

(ছ) জেলা সদরের বাইরে অন্যান্য পৌর এলাকা।

১৭.০০

৬.০০

(জ) পৌর এলাকা ঘোষিত হয় নাই এইরকম এলাকা।

১৫.০০

৫.০০ (পাকা ভিটি)।

 

  •  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের শাখা-৮ এর গত ০৭/০২/২০১১ খ্রিঃ তারিখের পরিপত্র অনুসারে চা বাগানের জমির একর প্রতি বার্ষিক ইজারা মূল্য  নিম্নরূপঃ

 

ক)     চা  বাগানের সকল শ্রেণীর জমি একর প্রতি বার্ষিক ৫০০/- (পাঁচশত) টাকা হারে।

খ)       এ ইজারা মূল্য ০১ লা বৈশাখ ১৪১৮,  খ্রিঃ ১৪/০৪/২০১১ তারিখ হতে কর্যকর হবে। তবে ৩০ শে চৈত্র ১৪১৭                         খ্রিঃ ১৩/০৪/২০১১     পর্যন্ত পূর্বের নির্ধারিত হার (১১০/-টাকা একর প্রতি) বলবৎ থাকবে।

            গ)       প্রতি পাঁচ বছর পর পর ইজারা মূল্য পুনঃনির্ধারণ করা হবে।