ভুল তথ্যের কারণে অর্থ াৎ পূর্বগোয়ালাবড়ী নিবাসী মরহুম আং ছবুরের কোন ঔরষজাত সন্তান নাই, সেক্ষেত্রে তার ত্যাজ্যবিত্তে তার বিধবা স্ত্রী ও ভাইবোন উত্তরাধিকারী হওয়ার কথা থাকলেও কেবলমাত্র তার স্ত্রী ও স্ত্রীর আগের স্বামীর কন্যাকে আং ছবুরের কন্যা বানিয়ে দুইজনকে সনদপত্রের জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্যগন সুপারিশ দেয়ার বিষয়টি ভুল প্রমানীত হওয়ায় 2017-2018/293 ও 2017-2018/953 নং সনদপত্র দুটি এতদ্বারা বাতিল করা হলো। তাছাড়া আং ছবুরের কন্যা রিনা বেগম হিসাবে একটি জন্ম সনদ এবং রেহানা বেগম নামে আরেকটি জন্ম সনদ করা হয়। কিন্ত আং ছবুরের কোন সন্তান না থাকার বিষয়টি প্রমানীত হ্ওয়ায় দুটি জন্ম সনদ বাতিল ঘোষনা করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস